মো: রুবেল : চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামে পল্লি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দাদী হায়াতের নেছা (৭০) ও নাতী জিহাদ (৭) ঘটনাস্থলেই মারা যায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ীর পার্শ্বে ইরি বোরে ক্ষেতের আইলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পল্লি বিদ্যুতের লোকজনের গাফিলতির কারনে এ দূর্ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার আলম মুন্সী দাদী ও নাতির মুুত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
চাটখিল থানার ওসি মোঃ গিয়াস উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চাটখিল পল্লি বিদুৎ সমিতির ডিজিএম এর নাম্বারে বার বার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।