আপডেট সময় :
১০:৫৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
/
৭
বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের নাছির আহম্মেদ এর ছেলে ইব্রাহিম খলিল (২২) কে ধর্ষনের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।
মামলার বিবরনে জানা যায়, ইব্রাহিম খলিল পার্শ্ববর্তী গ্রাম যশোড়ার এক যুবতীর (২১) সাথে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে ইব্রাহিম বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুনীকে একাধিকবার ধর্ষন করে। এতে ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা যুবতী বার বার বিয়ের জন্য প্রেমিক খলিলকে চাপ দেয়। কিন্তু খলিল তাকে চুড়ান্ত ভাবে জানিয়ে দেয় তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। রোববার ওই যুবতী চাটখিল থানায় মামলা করলে পুলিশ খলিলকে গ্রেফতার করে।
চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত খলিলকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভিকটিমকে মেডিকেল রির্পোটের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।