চাটখিলে সর্বস্তরের জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে আইন-শৃংখলা বিষয়ে মতবিনিময়
- আপডেট সময় : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ৭ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে এক মত বিনিময় সভা মঙ্গলবার দুপুরে চাটখিল উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ এইচ, এম ইব্রাহিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন।
এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সেক্রেটারী জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ, এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহিন, ইউপি চেয়ারম্যান এইচ,এম বাকী বিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন তরুন, আলমগীর হোসেন, সাংবাদিক মিজানুর রহমান বাবর, চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক ছিদ্দিকী ফরহাদ, মাওলানা আবদুল কুদ্দুস, ওসি গিয়াস উদ্দিন প্রমুখ।