চাটখিলে নিখোঁজের ১৮ ঘন্টা পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ২ বার পড়া হয়েছে
মো: রুবেল : নিখোঁজের ১৮ ঘন্টা পর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে পরানপুর গ্রামের যুবক রুবেল (২৪) এর মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত রুবেল পরানপুর গ্রামের মোঃ জাকারিয়া ভূইয়ার ছেলে।
চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ খাল থেকে রুবেল এর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রোববার সকালে রুবেলের মরদেহ ডাক্তারি পরিক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরন করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল শুক্রবার সন্ধ্যার দিকে পাশ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার থানারহাট বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু শনিবার সকাল পর্যন্ত রুবেল বাড়ী পৌঁছায়নি। রুবেলকে খোজাখুজি করেও কোথাও না পেয়ে শনিবার সকালে তার বাবা জাকারিয়া ভূইয়া চাটখিল থানায় সাধারণ ডায়েরি করেন। শনিবার দুপুরের দিকে পরানপুর গ্রামের পার্শ্বের খালে রুবেলের মরদেহ স্থানীয়রা দেখতে পায়। পরে চাটখিল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে রুবেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিল বলে স্থানীয় লোকজন জানায়।