সংবাদ শিরোনাম ::
চাটখিলে ট্রলি-সিএনজি সংঘর্ষে ট্রলির ড্রাইভারের মৃত্যু
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১০:২১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ৪ বার পড়া হয়েছে
মো: রুবেল : ঢাকা-চাটখিল মহাসড়কের চাটখিল পৌরসভার ভীমপুর নামক স্থানে রড বোঝাই অবৈধ ট্রলির সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষ ঘটে। এতে ট্রলির ড্রাইভার আলমগীর হোসেন (৩০) ঘটনাস্থলেই মারা যায়। জানা যায়, চাটখিল বাজারের রুহুল আমিন ট্রেডার্সের ট্রলির চালক ছিল নিহত আলমগীর। নিহত আলমগীর হোসেন নেত্রকোনা জেলার ভারহাট থানার শিবনা গ্রামের মৃত মনির হোসেন এর ছেলে। চাটখির থানার ওসি তদন্ত আবু জাফর জানান, নিহত আলমগীর হোসেন মা ও বোনকে নিয়ে চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতো। তিনি জানান, এ ব্যাপারে থানায় কেহ কোন অভিযোগ করেনি। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তার লাশ নেত্র কোনায় নিয়ে যায় স্বজনরা।