ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

প্রেমের টানে ল্যাটিন আমেরিকার দেশ পেরু থেকে চাটখিলে এসে ঘর বাঁধলেন তরুনী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ১ বার পড়া হয়েছে

Made with LogoLicious Add Your Logo App

মো: রু‌বেল ঃ সুদূর ল্যাটিন আমেরিকার পেরু থেকে চাটখিলে আসা আনা কেলি কারাঞ্জা সাওসিডোর নামের তরুণী বিয়েও করেছেন ভালোবাসার মানুষ আরমান হোসেনকে। আরমান উপজেলার ঘাটলাবাগ এলাকার বারাই বাড়ির নুর আলমের ছেলে। কারাঞ্জা সাওসিডোরকে বৃহস্পতিবার চাটখিলে নিয়ে আসেন তিনি।

জানা যায়, ২০১৭ সালে ফেসবুকে আরমানের সঙ্গে পরিচয় হয় কারাজা সাওসিডোর। পরিচয় থেকে বন্ধুত্ব গড়ায় ভালোবাসার সম্পর্কে। ২ জুলাই পেরু থেকে বাংলাদেশে আসেন কারাঞ্জা সাওসিডোর। ঢাকায় বিমানবন্দরে তাকে রিসিভ করেন আরমান। ওইদিনই বিয়ে করেন তারা। কিছুদিন ঢাকায় থাকার পর বর্তমানে তারা নিজ বাড়িতেই বসবাস করছেন। ভিন দেশি পুত্রবধূ পেয়ে খুশি আরমানের পরিবার।

কারাঞ্জা সাওসিডোর বলেন, আমাদের সম্পর্ক টিকিয়ে রাখতে আমি স্বেচ্ছায় আরমানের কাছে এসেছি। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুখি হতে পারি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রেমের টানে ল্যাটিন আমেরিকার দেশ পেরু থেকে চাটখিলে এসে ঘর বাঁধলেন তরুনী

আপডেট সময় : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

মো: রু‌বেল ঃ সুদূর ল্যাটিন আমেরিকার পেরু থেকে চাটখিলে আসা আনা কেলি কারাঞ্জা সাওসিডোর নামের তরুণী বিয়েও করেছেন ভালোবাসার মানুষ আরমান হোসেনকে। আরমান উপজেলার ঘাটলাবাগ এলাকার বারাই বাড়ির নুর আলমের ছেলে। কারাঞ্জা সাওসিডোরকে বৃহস্পতিবার চাটখিলে নিয়ে আসেন তিনি।

জানা যায়, ২০১৭ সালে ফেসবুকে আরমানের সঙ্গে পরিচয় হয় কারাজা সাওসিডোর। পরিচয় থেকে বন্ধুত্ব গড়ায় ভালোবাসার সম্পর্কে। ২ জুলাই পেরু থেকে বাংলাদেশে আসেন কারাঞ্জা সাওসিডোর। ঢাকায় বিমানবন্দরে তাকে রিসিভ করেন আরমান। ওইদিনই বিয়ে করেন তারা। কিছুদিন ঢাকায় থাকার পর বর্তমানে তারা নিজ বাড়িতেই বসবাস করছেন। ভিন দেশি পুত্রবধূ পেয়ে খুশি আরমানের পরিবার।

কারাঞ্জা সাওসিডোর বলেন, আমাদের সম্পর্ক টিকিয়ে রাখতে আমি স্বেচ্ছায় আরমানের কাছে এসেছি। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুখি হতে পারি।