মোঃ রুবেল : চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে সোমবার এইচ.এস.সি পরীক্ষায় আইসিটি বিষয়ে অধ্যক্ষের ভুলে খ-সেটের পরিবর্তে ক-সেট এ পরীক্ষা দিয়েছে। চাটখিল সরকারী কলেজ কেন্দ্রে ও ভেন্যু কেন্দ্র চাটখিল পি,জি সরকারী উচ্চ বিদ্যালয়ে ১০০২ জন পরীক্ষার্থী ক সেট এ পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বাড়ী ফিরলে পাশ্ববর্তী সোমপাড়া ও আবদুল ওহাব কলেজ কেন্দ্রের শিক্ষার্থীদের সাথে প্রশ্ন মিলাতে গিয়ে দেখতে পায় তারা ক সেটে পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় জানা জানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। অভিভাবকরা সাংবাদিকদের নিকট তাদের হতাশার কথা জানান। খোজ নিয়ে জানা যায়, কুমিল্লা বোর্ডে গতকাল খ-সেটে আইসিটি বিষয়ে পরীক্ষা নেয়া হয়েছে। সোমবার বিকেলে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম স্বীকার করে জানান, তার ভুলের কারনে খ-সেট এর পরিবর্তে ক-সেট এ পরীক্ষা নেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল হারুন জানান, অধ্যক্ষের মেসেস দেখতে ভুল করায় খ-সেটের পরিবর্তে ক-সেটে পরীক্ষা নিয়েছেন। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসক কে অবহিত করেছেন বলে জানান। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বাহাদুর হোসেন এ সাংবাদিকদেরকে জানান, যার ভুলের কারনে খ-সেটের পরিবর্তে ক-সেট এ পরীক্ষা নেয়া হয়েছে, তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। তবে তিনি আরও জানান, পরীক্ষার্থীদের কোন ক্ষতি হবে না।