সোনাইমুড়ীতে মুক্তিযোদ্ধাদের কোটা পুনর্বহালের দাবিতে মানবন্ধন ও স্মারক লিপি
- আপডেট সময় : ০১:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮
- / ৩৯৬ বার পড়া হয়েছে
মোঃ রুবেল : সোনাইমুড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন, মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন ও কোটা পূনর্বহালের দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে সোমবার সকালে ঢাকা-নোয়াখালী মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পালের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা আহŸায়ক বেলাল হাছান মাহমুদ রাজু, যুগ্ম আহŸায়ক মহিব উল্যাহ নিলয়, পৌর আহŸায়ক হাসেম ইবনে রইছ শিপন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সন্তান কমান্ড নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধাগণ।বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে যাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের সম্মান করেছে। আজ একটি কুচক্রি মহল মুক্তিযোদ্ধাদের সে সম্মান হানি করার ষড়যক্রে লিপ্ত হয়েছে। যখন আমরা যুদ্ধের মাঠে ছিলাম, তখন কোটা বিরোধীদের বাবারা খাটে ঘুমিয়েছিল। আমরা আমাদের অধিকার চাই। আমাদের কোটা আমাদের ফিরিয়ে দিতে হবে। না হলে আমরা অমরন অনশন করবো।