মো: রুবেল : বান্দরবানে কুকি-চিন সন্ত্রাসী জঙ্গী সংগঠনের সাথে ঘটনায় নিহত সেনা সদস্য রফিকুল ইসলাম (৪২) এর লাশ শনিবার রাত সাড়ে ৮ টার দিকে নিজ গ্রাম চাটখিল উপজেলার শোশালিয়া গ্রামে দাফন করা হয়েছে। নিহত রফিকুল ইসলামের বড় ভাই মাসুদ দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।
চাটখিল থাকার ওসি এমদাদুল হক জানান, শুক্রবার বান্দরবানে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ও সেনা বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়। দ্রুত তাকে বান্দরবানে হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম মারা যায়।
শনিবার রাতে সেনা বাহিনীর উপস্থিতিতে রফিকুল ইসলামকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রফিকুল ইসলামের স্ত্রী, ৩ ছেলে, ২ ভাই, ২ বোন ও বাবা-মা রয়েছে। শুক্রবার এশার নামাজের পর রফিকুল ইসলামের মৃত্যুর খবর পায় পরিবার। শনিবার সন্ধ্যায় লাশ বাড়ীতে পৌছলে স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।