১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে ধান কাটার হারভেষ্টর এর নিচে পড়ে শিশুর মৃত্যু

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল : চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে ধান কাটার মেশিন হারভেষ্টরের নিছে পড়ে শিশু জান্নাত (৯) এর মৃত্যু ঘটেছে। ইউপি চেয়ারম্যান এইচএম বাকী বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। জান্নাত স্থানীয় কৃষক হেলাল এর মেয়ে।

জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে হেলাল এর বাড়ীর পার্শ্বের মাঠে হারভেষ্টর দিয়ে ধান কাটা হচ্ছিল। এ সময় শিশু জান্নাত সবার অগছরে হারভেষ্টরের নিছে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। ঘটনার পর পরই হারভেষ্টরের চালক পালিয়ে যায়। চাটখিল থানার ওসি এমদাদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ ফেলে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে বলে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares