মো: রুবেল: শেখ হাসিনার পদত্যাগের পর থেকে চাটখিল থানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের কারনে থানার কার্যক্রম বন্ধ থাকার পর সোমবার সীমিত আকারে থানার কার্যক্রম পুনরায় চালু হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার আসাদুজ্জামান খান চাটখিল থানা প্রাঙ্গনে উপস্থিত ছাত্র-জনতা ও সাংবাদিকদের উদ্দেশ্যে থানা চালু করার ঘোষনা করেন।
তিনি চাটখিল থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বুলেট শুক্রবারের মধ্যে স্থানীয় সেনা বাহিনীর ক্যাম্প অথবা নির্বাহী কর্মকর্তা ও থানায় জমা দেয়ার অনুরোধ জানান। নির্দিষ্ট সময়ের পর অস্ত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে।
চাটখিল থানা পুনরায় মেরামত না করা পর্যন্ত ১১ নং পুল সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সীমিত আকারে থানার কার্যক্রম চলবে বলে পুলিশ সুপার জানান।