২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে নিখোঁদের ৩ দিন পর দিনমজুরের মরদেহ উদ্ধার

Made with LogoLicious Add Your Logo App

মো: রু‌বেল: চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে শশুর বাড়ীর পাশের ডোবা থেকে দিনমজুর মিজানুর মহিন (৫০) এর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। রোববার দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ মর্গে প্রেরন করেছে।

চাটখিল থানার ওসি এমদাদুল হক জানান, লাশের মধ্যে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে ২/৩ দিন আগে মহিনকে হত্যা করে লাশ ডোবায় পেলে দেয়। ওসি এমমাদুল হক আরও জানান, মহিন হত্যা কারীদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares