২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবী হত্যা

Made with LogoLicious Add Your Logo App

মোঃ রুবেল: চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের ভীমপুর গ্রামে পপি আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার রাত ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে পপির লাশ উদ্ধার করেছে।

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পপির স্বামীর বাড়ীর লোকজন লাশ থানায় নিতে বাধা দেয়। তারা জানায়, পপি আত্মহত্যা করেছে। পপি হালিমা দিঘীর পাড়ের ব্যবসায়ী ওমর ফারুকের স্ত্রী, তাদের ওহি (৫) নামের এক কন্যা সন্তান রয়েছে।গত ৬ বছর আগে ওমর ফারুকের সাথে পাশ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার মাহুতলা গ্রামের লোকমান হোসেন এর মেয়ে পপি আক্তারের পারিবারিক ভাবে বিয়ে হয়।

পপির চাচা মাহমুদুল হাসান আসিফ দাবী করেন, পপির স্বামী ও তার শশুর বাড়ীর লোকজন পপিকে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। তারা এ হত্যা কান্ডের বিচার দাবী করেছে।

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পোষ্টমোর্টেম রির্পোটের পর পপির মৃত্যুর কারন জানা যাবে। পোষ্টমোর্টেম শেষে শনিবার বিকেলে পপি আক্তারকে তার বাপের বাড়ী মাহুতলা গ্রামে দাফন কর হয়েছে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares