১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ


হিটার নাকি গিজার কোনটি কিনবেন?

ইনস্ট‍্যান্ট ওয়াটার হিটার কিনবেন নাকি গিজার এটি আসলেই ভাবার একটি বড় বিষয়। অনেক সময়ই আমরা বিড়ম্বনায় পরে যাই আমাদের আসলে কোনটি কেনা উচিৎ। আজকের লেখায় আমরা চেষ্টা করেছি এই বিড়ম্বনা কাটিয়ে উঠার। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

আপনার কোনটি নেওয়া উচিৎ?

নিচে হিটার এবং গিজার দুটির মধ‍্যে বেশ কিছু পার্থক্য তুলে ধরা হলো যা দিয়ে আপনি এই দুটির মধ‍্যে সহজেই পার্থক্য করতে পারবেন।

পানি গরমের ক্ষমতা এবং পরিমাণ

হিটার নাকি গিজার দুটির মধ‍্যে তেমন কোন পার্থক্য না থাকলেও ইনস্ট‍্যান্ট ওয়াটার হিটার খুব সহজেই পানি গরম করতে পারে কিন্তু তা পরিমাণে খুবই অল্প। অন‍্যদিকে, গিজার তুলনামূলকভাবে অনেক বেশি পানি গরম করতে পারে তবে সময় বেশি লাগে।

পোর্টেবিলিটি বা বহনযোগ‍্যতা

একটি ইনস্ট‍্যান্ট ওয়াটার হিটার আপনার বাসার বা বাসার বাইরে যেই ইলেকট্রিক পয়েন্ট আছে সেটিতে ব‍্যবহার করতে পারেন। কিন্তু গিজার ক্ষেত্রে তা সম্ভব নয়। কারণ, গিজারকে সবসময়ই একটি নির্দিষ্ট স্থানে রেখে তারপর ইনস্টল করতে হয়। তারপরেও, গিজার এর ভেতরে উন্নত মানের কিছু গিজার আছে যা ইনস্ট‍্যান্ট ওয়াটার হিট করার সক্ষমতা রাখে। অল্প পরিমাণ লিকুইড বা পানি গরম করার জন‍্যে ইনস্ট‍্যান্ট ওয়াটার হিটারই ভালো বলে আমি মনে করি।

টেকসই এবং স্থায়িত্ব

গিজার এবং হিটারের মধ‍্যে পার্থক্য করতে গেলে সবার প্রথমে আপনাকে খুঁজতে হবে এর টেকসই এবং স্থায়িত্ব সম্পর্কে জানা। গিজারগুলো সাধারণত আকারে ছোট এবং ব‍্যবহারের জন‍্যে আদর্শ। এটি আপনি চাইলে ঘরের যে কোন জায়গায় অনায়াসেই ফিট করতে পারবেন। এগুলো টেকসই এর দিক থেকেও অন‍্য সবকিছু কে বেশি ছাড়িয়ে।

 

কিন্তু হিটারগুলো সাধারণত বেশি টেকসই হয়ে থাকে। এছাড়াও, এটি ব‍্যবহারের জন‍্যে আদর্শ, তাড়াতাড়ি পানি গরমের জন‍্যেও উত্তম।

পানি গরমের ডিউরেশন

পানি গরম করার ডিউরেশন এর বিবেচনায়, গিজার এবং হিটার দুটোই একটি অন‍্যটি থেকে বেশি এগিয়ে। আপনার ঘরে একটি ভালো মানের গিজার থাকা মানে এটি খুব দ্রুততর উপায়ে পানি গরম করে দিবে।

 

অন‍্যদিকে, হিটার এর ক্ষেত্রে পানি গরম করার ডিউরেশন অন‍্য সব ধরনের হিটার থেকে ভিন্ন। এটি খুব দ্রুতগতিতে পানি গরম করলেও কিছু কিছু ওয়াটার হিটার এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পযর্ন্ত এটি পানি গরম করতে পারে। এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

মন্তব‍্য

ইলেকট্রিক ওয়াটার হিটার এবং গিজার দুটো যন্ত্রই টেকনিক্যাল দিক থেকে অন‍্য সবার চাইতে বেশি এগিয়ে। এই দুটো মেশিনই পানি গরম করার জন‍্যে জনপ্রিয় তবে আপনার উচিৎ দুটোর মধ‍্যে যেটি আপনার কাছে বাজেট ফ্রেন্ডলি এবং কম জায়গা লাগে এমন একটি যন্ত্রকে নির্বাচন করা। এই দিক থেকে, ইলেকট্রিক ওয়াটার হিটার অন‍্য সবার চাইতে এগিয়ে। তবে বেশি সক্ষমতাসম্পন্ন যন্ত্রের প্রয়োজন হলে আপনি গিজারকেও বেছে নিতে পারেন।

 

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares