সংবাদ শিরোনাম ::
চাটখিলে খাল থেকে ৬১২ পিস বুলেট উদ্ধার
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৭ বার পড়া হয়েছে
মোঃ রুবেল: চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ডের দশানী টবগা গ্রামের রনখোলা ব্রীজ এর নিচের খাল থেকে ৬১২ পিস বুলেট উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। চাটখিল পৌরসভার দশানী টবগা গ্রামের খামার বাড়ীর মাহবুব মিয়ার ছেলে জিসান (১৩) কচুরীপানা কাটতে গিয়ে একটি ষ্টিলের বাক্স দেখতে পায়। এ সময় জিসান স্থানীয় লোকজনকে বাক্সটি দেখায়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে যান। খবর পেয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বিকেলে ঘটনাস্থলে পৌছে বুলেট গুলো উদ্ধার করেছে।
চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে ৬১২ পিস বুলেট উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান উদ্ধারকৃত বুলেট গুলো ৫ আগষ্ট চাটখিল থানা থেকে লুট হওয়া বুলেট।