আবু ধাবিতে ৩ কোটি ২৫ লাখ টাকা লটারী জিতেছেন চাটখিলের রুবেল
- আপডেট সময় : ০৩:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৬ বার পড়া হয়েছে
মো: রুবেল : আবু ধাবির বিগ টিকেট কিনে ৩ কোটি ২৫ লাখ টাকা বিজয়ী হয়েছেন সৌদি প্রবাসী চাটখিলের যুবক রুবেল হোসেন। ১১ ডিসেম্বর আবু দাবীতে বিগ টিকেট এর ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম বিজয়ী রুবেল হোসেন ৩ কোটি ২৫ লাখ টাকা জিতেছেন। রুবেল হোসেন চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ঘাটলাবাগ গ্রামের আবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রুবেল হোসেন টেলিফোনে লটারী বিজয়ী হয়ে ৩ কোটি ২৫ লাখ টাকা পেয়েছেন বলে নিশ্চিত করেন। লটারীতে বিজয়ী হওয়ায় গ্রামের বাড়ীতে রুবেল এর পরিবারে চলেছে খুশীর জোয়ার। রুবেল বর্তমানে সৌদি আরবের দাম্মাম এ অবস্থান করছেন। পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য রুবেল ২০০৮ সালে সৌদি আরবে পাড়ি জমান।
রুবেল হোসেন জানান, ২৯ নভেম্বর তিনি শ্রীলংকা ভ্রমনের উদ্দ্যেশে যান। ফেরার পথে বিমানের ট্রানজিট ছিল আবু ধাবির বিমান বন্দরে। সেখান থেকে তিনি ৫ শত দিরহাম করে ২ টি লাটারীর বিগ টিকেট কিনেন। রুবেল বাবা, মা, ৩ ভাই, ৩ বোন, স্ত্রী ও ৩ সন্তান নিয়ে একসাথে বসবাস করছেন। রুবেল জানান, তার ইনকাম দিয়ে পরিবারের সকলের চাহিদা মিটাতে তিনি হিমশিম খাচ্ছেন। লটারীর টাকা হাতে পেলে পরিবারের জন্য তিনি কিছু একটা করতে চান।