চাটখিলে ৪ মাসেও সংস্কার হয়নি ধসে পড়া খিলপাড়া বড় ব্রীজ, চরম দূর্ভোগ
- আপডেট সময় : ০৫:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ১ বার পড়া হয়েছে
মো: রুবেল: চাটখিল উপজেলার খিলপাড়া বড় ব্রীজটি ধসে পড়ার ৪ মাস অতিবাহিত হলেও এর কোন সংস্কার না করা হয়নি। এতে করে ব্রীজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং জনগণ চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছে।
জানা যায়, খিলপাড়া বাজার থেকে ২০০ গজ পূর্ব দিকে খিলপাড়া নয়নপুর সড়কে খালের উপরে এ ব্রীজটি নির্মিত। সেপ্টেম্বর মাসের প্রলয়ংকারী বন্যায় এটি ধসে পড়ে। এতে করে সড়কের সাথে ব্রীজের পশ্চিম অংশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খিলপাড়া বাজারটি ব্যবসা কেন্দ্র হিসাবে বেশ পরিচিত। ব্রীজটি ধসে পড়ার কারণে খিলপাড়া বাজারে মালামালবাহী সকল যানবাহন বন্ধ হয়ে যায়। মালামাল নিয়ে যানবাহনে আসতে ব্যাপক সমস্যা হয় এবং যানবাহন ভাড়া বেশি পড়ে।
খিলপাড়া বাজারের ব্যবসায়ী নুর আলম বিপ্লব জানান, ব্রীজটির সমস্যার কারণে বাজারে মালামাল আনতে তাদের খরচ বেশি পড়ে। ব্রীজটি ধসে পড়ার পর খিলপাড়া বাজারের ব্যবসায়ী নূরনবী উদ্যোগে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশ ও কাঠ দিয়ে যে ব্রীজ নির্মাণ করে জনগণের চলাচলের ব্যবস্থা করা হয় এখনো সেটি বহাল রয়েছে। প্রলয়ংকারী বন্যায় ব্রীজটি ধসে পড়ার পর তাৎক্ষণিক উপজেলা এলজিইডি’র সংশ্লিষ্ট লোকজন সরোজমিনে ঘটনার স্থল পরিদর্শন এটি প্রত্যক্ষ করেছেন।
উপজেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রাহাত আলী পাটোয়ারী জানান, ব্রীজটি নির্মাণে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। টেন্ডার আহবানসহ এটি নির্মাণের অন্যান্য কাজ অতি অল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে।