চাটখিলে যুবদল নেতার হাতে অধ্যক্ষ লাঞ্ছিত
- আপডেট সময় : ০৯:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ৬০ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল তালতলা মহিলা আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় এক যুবদলের নেতার হাতে শারিরীক ভাবে লাঞ্ছিত হয়েছেন ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশেক ই এলাহী। সোমবার মাদ্রাসা প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
অধ্যক্ষ মাওলানা আশেক ই এলাহী জানান, যুবদল নেতা জসিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি পদে মাদ্রাসার প্রতিষ্ঠাতার ভাই জাকির হোসেনকে নিয়োগের জন্য চাপ সৃষ্টি করছে। অধ্যক্ষ জানান, এলাকাবাসী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে সাত্রাপাড়া নিবাসী সাবেক উপ সচিব মোঃ শাহাজাহানকে সভাপতি পদে নিয়োগের চুড়ান্ত সিদ্ধান্ত দেন। এলাকাবাসীর সিদ্ধান্ত মোতাবেক তিনি (অধ্যক্ষ) অ্যাডহক কমিটির সভাপতির পদে মোঃ শাহজাহান কে দিয়ে কমিটি গঠন করেন।
এ দিকে এ সিদ্ধান্তের বিরুদ্ধে জাকির হোসেনসহ কয়েকজন নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগ তদন্ত করতে চাটখিল উপজেলার মাধ্যমিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আলী সোমবার সকালে মাদ্রাসায় যান। তদন্ত শেষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদ্রাসার কক্ষ ত্যাগ করার সময় যুবদল নেতা জসিমসহ ৩০/৩৫ জন উশৃঙ্খল লোকজন মাদ্রাসায় ঢুকে সো-চিৎকার করতে থাকে। এ সময় যুবদল নেতা জসিম অধ্যক্ষ আশেক ই এলাহীকে গালি গালাজ করে শারিরীক ভাবে লাঞ্চিত করেন। এ ব্যাপারে অধ্যক্ষ চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা জসিম জানান, অধ্যক্ষ অ্যাডহক কমিটি গঠন করার বিষয়ে তাদের সাথে কোন আলোচনা করেননি। এ ছাড়া তিনি অধ্যক্ষকে লাঞ্চিত করার বিষয়টি অস্বীকার করেন।