১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ


সরকারকে চ্যালেঞ্জ করে সারাদেশে ছাত্র বিস্ফোরন ঘটেছে- আ স ম আবদুর রব

মোঃ রুবেল: সরকারকে চ্যালেঞ্জ করে ছাত্র বিস্ফোরন ঘটে গেছে এবং ছাত্ররা সফল হয়েছে। দু,দিনের আন্দোলনে ছাত্ররা সরকারকে অসহায় করে দিয়েছিলো। ছাত্ররা চেয়েছিল কোটা সংস্কার আর সরকার কোটা বাতিল করার ঘোষনা দিয়ে ক্ষমতা রক্ষা করেছে-এ এক অসাধারন ঘটনা। কোটা সংস্কার নিয়ে ছাত্রদের গনবিস্ফোরন শাসক দল ও রাজনীতির জন্য নতুন বার্তা। কোন দল বা সংগঠন ছাড়াই, প্রথাগত নেতৃত্ব ছাড়াই ছাত্ররা যে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে এ বাস্তব সত্য উপলদ্ধি করেই রাজনীতি নির্ধারন করতে হবে। ভোটার বিহীন নির্বাচন,দূর্নীতি আর গুম-খুনের বিরুদ্ধে যে কোন সময় ছাত্র-জনতা মিলে গনঅভ্যুথান ঘটাতে পারে। জাতীয় রাজনৈতিক নেতৃত্বের চেয়ে ছাত্ররা আরো বেশী অগ্রগামী তা আবার প্রমানিত হলো। আজ শনিবার বিকেলে ল²ীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের সামনে এক জনসভায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আবদুর রব এসব কথা বলেন। এ ছাড়াও তিনি আরো বলেন, কোটা সংস্কার প্রশ্নে সরকার চাতুরতার আশ্রয় নিলে ছাত্রজনতা তা মেনে নেবে না।
রামগঞ্জ উপজেলা জেএসডির সভাপতি আবু ছায়েদ মোহনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সদস্য ৪নং ইছাপুর ইউনিয়নের চেয়ারম্যান সহিদ উল্যার সার্বিক সহযোগীতায় বক্তব্য রাখেন উপজেলা জেএসডির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি এম এ গোফরান,সহ-সভাপতি মিসেস তানিয়া রব, আঃ জলিল,অধ্যক্ষ মনছুরুল হক,এ্যাড সৈয়দ বেলায়েত হোসেন বেলালসহ স্থানীয় জেএসডি,শ্রমিক জোট যুবপরিষদ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমূখ।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares