সংবাদ শিরোনাম ::
চাটখিলে ডাঃ রুবাইয়াত ইসলাম মন্টির উদ্যোগে প্রথম বৃদ্ধাশ্রম, ২০ জুলাই উদ্বোধন
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৩:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮
- / ৭৪৮ বার পড়া হয়েছে
মো: রুবেল : দেশের বিশিষ্ট শিল্পপতি চাটখিলের কৃতি সন্তান ডা: রুবাইয়াত ইসলাম মন্টির উদ্যোগে তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার গোমাতলী গ্রামে তার মরহুম বাবার নামে প্রতিষ্ঠিত ‘ডা. সিরাজুল ইসলাম বৃদ্ধনিবাস’ ও `ফ্রি ডক্টরস চেম্বারে’র কার্যক্রম আগামী ২০ জুলাই আনুষ্ঠানিক ভাবে চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা সমাজসেবা অফিসের অনুমতিক্রমে চাটখিল উপজেলা নির্বাহী অফিস থেকে ‘বৃদ্ধনিবাস ও ‘ফ্রি ডক্টরস চেম্বারের কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন প্রধান করা হয়। ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও সুমনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. রুবাইয়াত ইসলাম মন্টির ব্যক্তিগত উদ্যোগে এলাকার সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও অসহায় প্রবীণ ব্যক্তিদের স্হায়ী আবাসনের জন্য বৃদ্ধনিবাস প্রতিষ্ঠার মহতি উদ্যোগে তিনি এগিয়ে আসেন। আগামী ২০ জুলাই তার প্রয়াত বাবা ডা. সিরাজুল ইসলামের নামে ‘বৃদ্ধনিবাস ও ‘ফ্রি ডক্টরস চেম্বার এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হবে। উপজেলার বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও সমাজসেবক ডা. রুবাইয়াত ইসলাম মন্টি তাঁর পৈত্রিক নিবাস চাটখিল উপজেলার গোমাতলী গ্রামে এই ‘বৃদ্ধনিবাস’ ও ‘ফ্রি ডক্টরস চেম্বার’এর কার্যক্রম শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছেন। ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও সুমনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডা. রুবাইয়াত ইসলাম মন্টির স্বউদ্যোগে ‘ডা. সিরাজুল ইসলাম বৃদ্ধনিবাস’ও ডা. সিরাজুল ইসলাম ‘ফ্রি ডক্টরস চেম্বার’নামক প্রতিষ্ঠানের মাধ্যমে জেলার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে থাকা, খাওয়াসহ বিনামূল্যে চিকিৎসা প্রধান করা হবে। এলাকার দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার মত মৌলিক চাহিদা পূরণ হবে। আগামী ২০ জুলাই-২০১৮ থেকে অত্র প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান ডা. রুবাইয়াত ইসলাম মন্টি। তিনি বলেন এই অঞ্চলে সুবিধাবঞ্চিত দরিদ্র ও অসহায় প্রবীণ বৃদ্ধদের জন্য তেমন কোন সেবা প্রতিষ্ঠান গড়ে উঠে নাই, তাই আমি মনে করি এই বৃদ্ধনিবাস ও ‘ফ্রি ডক্টরস চেম্বার’এর মাধ্যমে সাধারণ মানুষের কল্যানে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।তিনি আরও বলেন দরিদ্র ও অসহায় প্রবীন ব্যক্তিরা বৃদ্ধনিবাসে ফ্রি চিকিৎসার মাধ্যমে সব ধরণের মানবিক সহায়তা প্রধান করা হবে।নোয়াখালী জেলায় এই প্রথম কোন প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে ‘বৃদ্ধনিবাস’ ও ‘ফ্রি ডক্টরস চেম্বার’এর কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছেন।গরীব অসহায় প্রবীণদের কল্যাণে এই ধরণের উদ্যোগ সর্বপ্রথম ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও সুমনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. রুবাইয়াত ইসলাম মন্টি শুরু করেছেন। অবশ্য অনেক আগ থেকেই এই ট্রাষ্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠিত ‘বৃদ্ধনিবাস’ ও ‘ফ্রি ডক্টরস চেম্বার’ প্রতিষ্ঠার মাধ্যমে পুরো এলাকায় মানবিক কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করেন ট্রাষ্টের চেয়ারম্যান ডা. রুবাইয়াত ইসলাম মন্টি ।
ট্যাগস :