সোনাইমুড়ীতে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ
- আপডেট সময় : ০২:০১:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
- / ৭২৫ বার পড়া হয়েছে
মো: রুবেল : সোনাইমুড়ীর অম্বরনগর ইউনিয়নের বিধবা, বয়স্ক ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে সরকারি ভাতার বই বিতরণ করা হয়। বুধবার সকালে ইউনিয়ন চেয়ারম্যান আকতার হোসেন দুলুর উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভাতা বই বিতরণ উপলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান আকতার হোসেন দুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল ও বিশেষ অতিথি সমাজসেবা অফিসার মো. মোশারেফ হোসেন উপস্থিত থেকে ইউপির ১ শত ১৫ জন বয়স্ক, ৬৬ জন প্রতিবন্ধী, ৪৮ জন বিধবা মহিলাসহ ২২৯ জনের মাঝে সরকারি ভাতা বই বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে চলতি মাসের প্রথম দিকে সমাজসেবায় বিশেষ অবদানে এশিয়া ছিন্নমূল মানবাধিকার পদক লাভ ও সততার সাথে দায়ীত্ব পালন করে যাওয়ায় ইউপি চেয়ারম্যান আকতার হোসেন দুলুর ভূয়সী প্রশংসা করেন।