২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ


সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও পুরস্কার বিতরন

মোঃ রুবেলঃ সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার মঙ্গলবার সকালে বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এ এন এম গিয়াস উদ্দিন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল, বিশেষ অতিথি নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম উদ্দিন। বক্তব্য রাখেন, বিদ্যালয় দাতা সদস্য মোঃ জসীম উদ্দিন, পৌরসভা কাউন্সিলর ও প্যানেল মেয়র জহিরুল ইসলাম ভূঁইয়া, বাজার বণিক সমিতির সাধারণ স¤পাদক খলিলুর রহমান, কাউন্সিলর ও পরিচালনা পরিষদের সদস্য ডা. সামছুল আরেফিন জাফর, হারুন মোল্লা, সিরাজুল উদ্দিন খোকন, বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, সাবেক প্রধান শিক্ষিকা খায়রুন্নেছা, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মাহবুবুর রশিদ, এজিএম রূপন কুমার ভ্রট্্রাচার্য, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান ভিপি বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হানিফ, সাবেক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সঞ্জয় চক্রবর্তী, জহিরুল ইসলাম বাবলু প্রমূখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ফলাফল, শৃঙ্খলা, সাংস্কৃতি এবং শিক্ষকমন্ডলীর ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ শিক্ষার্থী ও ক্রীড়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares