২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


ভারতের একশ’ ক্ষমতাশালীর মধ্যে মোদি প্রথম

মোঃ রুবেল :

বিচারপতি ৩য় * সোনিয়া ৫ম * মমতা ৭ম * রাহুল ১১তম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ১০০ জন ক্ষমতাশালী ব্যক্তির তালিকার প্রথমেই রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ক্ষমতাসীন দল বিজেপির নেতা ৬৭ বছর বয়সী মোদি ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বড় ধরনের জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন। তালিকার বেশির ভাগই ভারতীয় রাজনীতিক।

তবে মুকেশ আম্বানি ও নিতা আম্বানির মতো ব্যবসায়ী ও তারকা ক্রিকেটার বিরাট কোহলির মতো ব্যক্তিও রয়েছেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার ভারতের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। প্রতিবেদন মতে, ক্ষমতাশালী ব্যক্তির তালিকায় ২য় অবস্থানে রয়েছে বিজেপির সভাপতি ৫৩ বছর বয়সী অমিত শাহ। দেশটির প্রধান বিচারপতি ৬৪ বছর বয়সী দিপক মিশ্র রয়েছে ৩য় স্থানে।

৪র্থ স্থানে রয়েছেন উগ্র মৌলবাদী ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবকের (আরএসএস) প্রধান মোহন ভগত। কংগ্রেস নেত্রী ৭১ বছর বয়সী সোনিয়া গান্ধী আছেন ৫ম স্থানে।

৬ষ্ঠ, ৭ম ও ৮ম স্থানে আছে যথাক্রমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৬৩ বছর বয়সী মমতা ব্যানার্জি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৬৬ বছর বয়সী রাজনাথ সিং ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৬৫ বছর বয়সী অরুণ জেটলি।

তালিকায় ধারাবাহিকভাবে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রখ্যাত ব্যবসায়ী রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ আম্বানি, কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী, কেন্দ্রীয় পরিবহন ও সড়কমন্ত্রী নিতীন গড়কড়ি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দলিতদের নেত্রী বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রমুখ।

 

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares