-
- ফেনী
- আপডেট সময় : নভেম্বর, ১৪, ২০২৪, ৫:৩৮ pm
মোঃ রুবেলঃ ‘ঐক্যবদ্ধ থাকতে চাই,খেলাধুলার বিকল্প নাই’ এ স্লোগানকে ধারণ করে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘এনা ফেনী মিডিয়া ক্রিকেট কাপ-২০১৮’এর লোগো উম্মোচিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেলিম আল দীন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। এসময় মিডিয়া কাপে অংশ প্রহণকারী সাংবাদিকদের ৮টি দলকে লটারির মাধ্যমে ৮টি কো-স্পন্সর প্রতিষ্ঠান বনিটো কমিউনিকেশনকে রাজাঝি রয়েলস, নাভানা ফার্নিচারকে সেনের খিল সিক্সার্স, কহুয়া কিংসকে ডাঃ হায়দার ক্লিনিক, সালাম নগর এক্সপ্রেসকে জে ওয়ান লুব্রিকেটস,মুহুরী ওয়ারীয়র্সকে হাজী নজির আহম্মদ গ্রুপ, বিলোনিয়া চ্যালেঞ্জার্সকে হোপ ইন্টারন্যাশনাল স্কুল, বিজয় সিংহ রাইডার্সকে গোল্ডেন শিশু পার্ক, শমসের গাজী ফাইটার্সকে রেডিক্স হোটেল এর নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। দলগুলোর সার্বিক সহযোগীতায় থাকবে কো-স্পন্সর প্রতিষ্ঠানগুলো।
লোগো উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞাঁ, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, টাইটেল স্পন্সর এনা পরিবহনের ফেনীর ব্যবস্থাপক আবু হাসান চৌধুরী। এছাড়া এসময় ফেনীতে কর্মরত অন্যান্য গণমাধ্যম কর্মীরা ও কো-স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফেনী মিডিয়া স্পোর্টস ফোরাম প্রথম বারের মত ফেনীতে এনা মিডিয়া স্বাধীনতা দিবস ক্রিকেট কাপের আয়োজন করেছে। আয়োজক কমিটি জানায়,দেশের বিভিন্ন জেলায় এ ধরনের খেলা পরিচালিত হলেও ফেনীতে এ প্রথম। এনা পরিবহণের সার্বিক সহযোগীতায় মিডিয়া কাপ টুর্নামেন্টের ব্যবস্থাপনায় রয়েছে ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘আপন ইভেন্টস’।
আয়োজক কমিটি জানায়,সব বিভেদ ভুলে ফেনীর সাংবাদিকরা খেলার মাঠের এসে এক প্লাটফর্মে সৌহার্দ্য ও সম্প্রীতিতে ফিরে আসবে। সারা বছরের ক্লান্তি ভুলে একদিন খেলার মাঠে মেতে উঠে খুঁজে পাবে বিনোদন। আগামী ২৫ মার্চ ফেনী সরকারী পাইলট হাই স্কুল মাঠে খেলা সিক্স সাইট নিয়মে ৬ জন প্লেয়ার, ৬ ওভারে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরের দিন একই স্থানে জমকালো আয়োজনে পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। এসময় রয়েছে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য ও স্থাণীয় ছয়টি ব্যান্ড দলের পরিবেশনা সহ রয়েছে বর্নিল আয়োজন।