দৈনিক যুগান্তরের পুরস্কার প্রাপ্তিতে চাটখিলে আনন্দ শোভাযাত্রা
- আপডেট সময় : ০৩:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ২৪ বার পড়া হয়েছে
মো: রুবেল : দেশের অন্যতম শীর্ষ গন মাধ্যম দৈনিক যুগান্তর প্রাতিষ্ঠানিক বিভাগে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ পাওয়ায় নোয়াখালীর চাটখিলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় পৌরসভার ভীমপুর হাই স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আলিয়া মাদ্রাসা রোডে গিয়ে শেষ হয়।
র্যালীতে চাটখিল পৌরসভা আ’লীগের নবনির্বাচিত সভাপতি শাহ জাহান খান বাবুল, চাটখিল পৌর সভার কাউন্সিলর ছালে আহমেদ সুমন, স্বজন সমাবেশ চাটখিল শাখার সেক্রেটারী প্রভাষক আবুল হোসেন, স্বজন উপদেষ্টা প্রভাষক কাজী মোঃ ইসমাইল, প্রভাষক জসিম মাহমুদ, প্রভাষক মামুনঅর রশিদ, প্রভাষক দীন মোহাম্মদ, চাটখিল উপজেলাপ্রেসকাবের সভাপতি মিজানুর রহমান বাবর, সেক্রেটারী কামরুল ইসলাম কানন, সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী, চাটখিল সাংবাদিক ফোরাম এর অর্থ বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন বাধন, সদস্য আমান উল্যা মীর, প্রধান শিক্ষক মিজানুর রহমান ভূইয়া,সাংবাদিক মোঃ রুবেল, জিএম শাকিল অংশ গ্রহন করেন।
এ ছাড়া ভীমপুর কারিগরি কলেজ, জয়াগ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বজন সমাবেশের সদস্যরা আনন্দ শোভা যাত্রায় অংশ গ্রহন করেন।
র্যালী শেষে বহুভাষী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যুগান্তর প্রতিনিধি মোঃ আবু তৈয়ব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।