৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে তাপদাহে দু’স্কুল ছাত্রী পরীক্ষার হলে অজ্ঞান

Made with LogoLicious Add Your Logo App

মোঃ রু‌বেল : চাটখিল পৌর শহরের ভীমপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে তানজিলা ও কানিজ ফাতেমা নামে দুই স্কুল ছাত্রী প্রচন্ড তাপদাহে অজ্ঞান হয়ে পড়ে। তৎক্ষনিক শিক্ষক ও তাদের সহপাঠিরা দু’ছাত্রীকে;চাটখিল সরকারী হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ১০ম শ্রেনীর ছাত্রী তানজিলাকে সুন্দরপুর গ্রামে নিজ বাড়ীতে পাঠানো হয়েছে। তানজিলার মা জানান, মেয়ে সকাল ৯ টার দিকে হালকা নাস্তা খেয়ে পরীক্ষা দিতে যায়। প্রচন্ড গরমের কারনে ও ঠিকমত নাস্তা না খাওয়ার কারনে মেয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায়। তিনি জানান, বর্তমানে তার মেয়ে অনেকটাই সুস্থ্য আছে। নবম শ্রেনীতে পড়–য়া অপর ছাত্রী কানিজ ফাতেমার ভাই ফজলে আজিম শান্ত জানান, তার বোন আগে থেকে অসুস্থ্য ছিল। অসুস্থ শরীল নিয়ে পরীক্ষা দিতে গিয়ে প্রচন্ড গরমে স্কুলে তার বোন জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমানে কানিজ ফাতেমা চাটখিল সরকারী হাসপাতালে ভর্তি আছেন। দু’ছাত্রী অসুস্থ হয়ে যাওয়ার বিষয়ে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন নিশ্চিত করেন। তিনি জানান অসুস্থ্য হওয়ার সাথে সাথেই তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares