২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

Made with LogoLicious Add Your Logo App

মো : রুবেল : চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের বাইশসিন্দুর গ্রামে অবস্থিত কাজী আহমদ উল্লাহ মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। ১৯৭৪ সালে কাজি আহমদ উল্লাহ সাহেবের হাত ধরে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 2013 সালে এই বিদ্যালয়টিকে সরকারিকরণ করে এর নাম হয় বাইশসিন্দুর কাজী আহমাদুল্লাহ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, এটি নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঐ ধরনের কোন সুবিধা পাচ্ছে না। বিদ্যালয়ের পূর্ব পাশের ভবনটি একেবারেই জরাজীর্ণ এবং পরিত্যক্ত। মাঠের দক্ষিণপাশে অবস্থিত দোচালা টিনশেড ঘরটি ভেঙ্গে পড়ার মত অবস্থা হয়ে আছে। বিদ্যালয়টিতে তিনটি কক্ষ রয়েছে। অফিস কক্ষ না থাকায় শিক্ষকরা পাঠদানের রুমে অফিসিয়াল কাজগুলো করেন। এ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বসার কোন ভালো ব্যাঞ্চ না থাকায় শিক্ষার্থীরা ফ্লোরে বসে তাদের ক্লাস সম্পূর্ণ করতে হয়। অত্র বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ১০২ জন। বিদ্যালয়ে পাঠদানের জন্য প্রধান শিক্ষিকা সহ মোট শিক্ষক রয়েছেন ৬ জন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, ১৯৯৪ সালে অত্র বিদ্যালয়ের তিন কক্ষ বিশিষ্ট একটি ভবন স্থাপন করা হয়েছিল। তিন কক্ষ বিশিষ্ট ভবনটি একেবারে জরাজীর্ণ এবং ব্যবহারের অনুপযুগি হওয়ার কারণে ২০১৫ সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দক্ষিণ পাশে চাটখিল শিক্ষা অফিসের তত্ত্বাবধানে একটি টিনশেড ঘর তৈরি করে দেওয়া হয়। তবে সেই টিনশেডের ঘরটি বর্তমানে পাঠদানে অনুপযোগী হয়ে পড়েছে। তাই বর্তমানে ছোট ছোট তিনটি কক্ষে ১০২জন ছাত্র-ছাত্রীর পাঠদান ও অফিসের কার্যক্রম পরিচালনা করা কোন ভাবই সম্ভব হচ্ছে না। তাই অত্র বিদ্যালয়ে নতুন ভবন না হওয়ায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাধ্যে হতাশা বিরাজ করছে।

এ ব্যাপারে চাটখিল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান জানান, কাজী আহমদ উল্লাহ মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মত অবহেলিত জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান চাটখিল উপজেলায় দ্বিতীয়টি আর নেই। এত কিছুর পরেও বিদ্যালয়ের লেখাপড়ার মান ভালো। আমি দেখেছি ভবন নির্মাণের পূর্বের লিস্টে এই বিদ্যালয়ের নাম নেই। অত্র বিদ্যালয়ের নতুন ভবনের জন্য আবেদনের কাগজপত্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয়টির ব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares