১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে ভিন্ন প্রশ্নে পরীক্ষা- অধ্যক্ষসহ ২ জনকে অব্যাহতি

মোঃ রুবেল :  চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে সোমবার এইচ.এস.সি. পরীক্ষায় আইসিটি বিষয়ে অধ্যক্ষের ভূলে “খ”-সেটের পরিবর্তে “ক” সেট এ পরীক্ষা নেয়া হয়েছে। এ ঘটনায় সোমবার রাতেই কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এক আদেশে চাটখিল সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ও পরীক্ষা কমিটির আহবায়ক প্রভাষক বিপ্লব মজুমদারকে অব্যাহতি দিয়েছে। তাছাড়া উপাধ্যক্ষ আবু জাফর মোঃ সাদেককে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রভাষক শাহাদাৎ হোসেনকে পরীক্ষা কমিটির আহবায়ক এর দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল হারুন সোমবার রাতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য সোমবার পরীক্ষার্থীরা আইসিটি বিষয়ের পরীক্ষা শেষে বাড়ী গিয়ে জানতে পারে চাটখিলের সোমপাড়া ও আবদুল ওয়াহাব ডিগ্রী কলেজ কেন্দ্রে “খ” সেট এ পরীক্ষা নেয়া হয়েছে। এ ব্যাপারে পরীক্ষার্থী ও অভিভাবকরা স্থানীয় সাংবাদিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। এরপর ইউএনও রায়হানুল হারুন জেলা প্রশাসক ও বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানালে কর্তৃপক্ষ অধ্যক্ষকে দায়ী করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এ ব্যাপারে বোর্ড কর্তৃপক্ষ জানান, ভিন্ন সেটে পরীক্ষা দেয়া ১০০২ জন পরীক্ষার্থীর কোন ক্ষতি হবেনা।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares