১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিলে সিএনজি চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার-২

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল : চাটখিল- ঢাকা মহাসড়কে যানজট সৃষ্টি করার প্রতিবাদ করায় সাখায়েত উল্যা (৫২) নামের এক সিএনজি চালিত অটোরিক্সার চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে চাটখিল-ঢাকা মহাসড়কের মোস্তান নগর নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযুক্ত রাজু ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে। নিহত সাখায়েত পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, নিহত সাখায়েত উল্যা মঙ্গলবার রাত ১০ টার দিকে চাটখিল থেকে সিএনজি নিয়ে নিজ বাড়ী ভাওর যাচ্ছিলেন। পথিমধ্যে মোস্তান নগর নামক স্থানে কয়েকটি ব্যাটারী চালিত অটোরিক্সা মহাসড়কে এলোমেলো করে রাখায় সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় সাফায়েত সিএনজি থেকে নেমে যানজট সৃষ্টি করার প্রতিবাদ করে। এ সময় অটোরিক্সা চালকরা প্রথমে সাখায়েত এর সাথে তর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে অটো রিক্সা চালক রাজু, মুন্না, জাহাঙ্গীরসহ অন্যরা সাফায়েতকে কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, সাখায়েতকে হত্যার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares