মো: রুবেল: চাটখিল উপজেলার ওয়াহাব তৈয়বা ওয়েলফেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় সিজারিন অপারেশনে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, স্থানীয় দত্তেরবাগ গ্রামের মুরাদের স্ত্রী সামিয়া আক্তারকে শুক্রবার সকালে প্রসব বেদনা জনিত কারনে ওই হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় রোগী সিজারিয়ান অপারেশনরে জন্য ওটিতে নেয়া হয়। রোগীর স্বামী অভিযোগ করে বলেন রোগীকে অ্যানেসথেসিয়া। না দিয়েই ডাঃ ফারহানা সিজার করেন। এতে রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। তিনি আরো জানান, তাদেরকে ভুল তথ্য দিয়ে ডাক্তার রোগীকে সেলাই দিয়ে অন্য হাসপাতালে নেয়ার জন্য বলেন। রোগীকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার জানান, প্রসূতি ও নবজাতক ওই হাসপাতালে সিজারিয়ান অপারেশন করার সময় মারা যায়। এ ব্যাপারে প্রসূতির স্বামী মুরাদ চাটখিল থানায় লিখিত অভিযোগ করেন।
চাটখিল থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে মৃত্যু প্রসূতি ও নবজাতকের মৃত দেহ উদ্ধার করেন থানায় নিয়ে আসা হয়। শনিবার সকালে মৃতদেহ পোষ্ট মোটেম রির্পোট এর জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।