২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করায় আনন্দ র‌্যালী

মোঃ রুবেল : সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীরা, অভিভাবক ও শিক্ষকরা আনন্দ র‌্যালী বের করে।  র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান বাহারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দাতা সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া, সদস্য জালাল আহমেদ, দেলোয়ার হোসেন বখতিয়ার, আব্দুর রহমান, ফখরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ সামছুদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, শিক্ষক মনিন্দ্র কুমার, শফিকুর রহমান, সাহাব উদ্দিন, মাও: শফিক উল্যাহ, আযাদ উদ্দিন বিপ্লব প্রমুখ।

বক্তরা তাদের বক্তব্যে বিদ্যালয়কে সরকারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহীম,প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্যেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় সহ সারা দেশে ২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করার ঘোষণা দেন।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares