২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


চকবাজারে নিহতদের মধ্যে ৩৪ জন সোনাইমুড়ীর

মো: রুবেল : রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৩৮ জনের পরিচয় মিলেছে। এদের মধ্যে ৩৪ জন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাগরিক। তাদের ৬ জন নাটেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের। এ ৬ জনের পরিচয় এখানে তুলে ধরা হলো:
নিহতরা হলেন নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের সাহাব উল্লাহর দুই ছেলে মাসুদ রানা ও রাজু। তারা দুজন চকবাজারে একটি মোবাইলের দোকার পরিচালনা করতেন। একই ইউনিয়নের মির্জানগর গ্রামের আবদুল মমিনের ছেলে সাহাদাত হোসেন হিরা, আবদুর রহিমের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু, গোলাম গাউসির ছেলে নাছির উদ্দিন এবং নাটেশ্বর গ্রামের বুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৬৫)। তাদের পরিচয় নিশ্চিত করেছেন তাদের স্বজনেরা।
তাদের মৃত্যুর খবর এলাকায় পৌছলে স্বজনের কান্নাকাটি ও আহজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। খবর পেয়ে এলাকাবাসী ছুটে যায় নিহতদের বাড়িতে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এলাকাবাসী জানান, শুধু নাটেশ্বর ইউনিয়নের কয়েকশ লোক ঢাকার চকবাজারসহ বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য ও বসবাস করে আসছেন। গতকাল পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া যায়নি। তাদের আশংকা এলাকার অনেকে অগ্নিকাণ্ডে হতাহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিচয় পাওয়া নিহত ৬ জনের মধ্যে ৫ জনের লাশ ঢাকায় অবস্থিত তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, জানা গেছে, নিহতদের মধ্যে ৩৪ জনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares