১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


চাটখিল সরকারী হাসপাতালে রোগীর শ্লিনতাহানীর চেষ্টার অভিযোগে সহকারী ডাক্তার গ্রেফতার

মো: রুবেল : চাটখিল সরকারী হাসপাতালে রোগীর শ্লিনতাহানীর অভিযোগে জরুরী বিভাগের সহকারী ডাক্তার আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পৌর সভার ছয়ানী টবগা গ্রামের গৃহবধু অসুস্থ্য হলে তাকে চাটখিল সরকারী হাসাপতালে জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় জরুরী বিভাগের কর্মরত আনোয়ার ওই রোগীকে একটি কক্ষে নিয়ে রোগীর সাথে থাকা তার শাশুড়ী ও চাচী শাশুড়ীকে ঔষদ নিয়ে আসতে পাঠায়। এ সময় আনোয়ার হোসেন ওই রোগীকে জোর পূর্বক শ্লীনতাহানীর চেষ্টা চালায়। এ সময় রোগী জোর করে রুম থেকে বেরিয়ে এসে উপস্থিত লোকজনকে বিষয়টি জানান। আনোয়ার হোসেন হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে উপজেলা গেইট থেকে তাকে জনতা আটক করে গন-ধোলাই দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আনোয়ার হোসেনকে থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে তাকে জেল জেল হাজতে প্রেরন করা হয়। এ ব্যাপারে ওই রোগীর পিতা আবদুল হাকিম বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা করেছে বলে ওসি সামছুদ্দিন জানান।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares