চাটখিলে ভয়াবহ লোডসেডিং জনজীবনে চরম দূর্ভোগ
- আপডেট সময় : ১০:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
- / ২৯১৭ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলায় বিদ্যুতের ভয়াবহ লোডসেডিং চলছে। প্রচন্ড গরমে বিদ্যুতের লোডসেডিং এ জনজীবনে দূর্ভোগ চরম আকার ধারন করছে।
চাটখিল উপজেলায় ইতি মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় শতভাগ বিদুৎ সংযোগ প্রদান করা হয়েছে।কিন্তু চাটখিল উপজেলায় পল্লি বিদ্যুৎ কর্মকর্তাদের খামখেয়ালীর কারনে গ্রাহকরা বিদুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
চাটখিল পল্লি বিদুৎ অফিস সূত্রে জানা যায়, চাটখিল উপজেলায় ৭৯ হাজার গ্রাহক রয়েছে। বিদ্যুতের অতিমাত্রায় লোডসেডিং এর কারনে চাটখিলের ব্যবসা, বানিজ্য স্থবির হয়ে পড়েছে। প্রচন্ড গরমে বৃদ্ধ ও শিশুরা অসুস্থ্য হয়ে পড়েছে।
চাটখিল পল্লি বিদুৎ সমিতির ডিপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী কামাল হোসেন (আজ) বুধবার দুপুরে জানান, চাটখিলে ১৮ মেগাওয়ার্ট বিদ্যুতের চাহিদা রয়েছে।তিনি জানান, বর্তমানে ১৮ মেগাওয়াট বিদ্যুতেই পাওয়া যাচ্ছে।
তবে তিনি স্বীকার করে বলেন সঞ্চালন লাইনে সংস্কার কাজের জন্য গত কয়েকদিন মাঝে মধ্যে বিদ্যুতের লাইন বন্ধ রাখতে হয়েছে।