চাটখিলে আমেরিকা প্রবাসী বৃদ্ধার রহস্য জনক মৃত্যু
- আপডেট সময় : ০৪:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ৬৪৭৬ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের সানোখালী গ্রামের আমেরিকা প্রবাসী মোঃ গোফরান (৮০) এর লাশ পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে। দুপুর ১২ টার দিকে বাড়ীর লোকজন গোফরানের লাশ তার বাসভবনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুর ২ টার দিকে লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
এলাকাবাসী জানান, গোফরানের ২ স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে বর্তমানে আমেরিকায় বসবাস করছে এবং তিনি আমেরিকার নাগরিকত্ব লাভ করেছেন। গত কয়েকদিন আগে গোফরান দেশে আসেন। তিনি একাই তার গ্রামের বাড়ি সানোখালীতে নিজ বাস ভবনে বসবাস করছেন। এলাকাবাসীর ধারনা তাকে কেউ তার বাসভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
পুলিশ জানায়, গোফরানের শরীরে জখমের চিহ্ন রয়েছে। খবর পেয়ে আমেরিকা থেকে তার সন্তানরা দেশের পথে রওনা দিয়েছে বলে তার আত্মীয় স্বজনরা জানায়।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গোফরানের মৃত্যু রহস্য জনক। পোষ্টমোটেম রির্পোট পেলে তার মৃত্যুর কারন সম্পূর্কে জানা যাবে।