সংবাদ শিরোনাম ::
চাটখিলের রাকিবুল হাসানের দুটো কিডনি অকেজো, সহযোগিতা চেয়ে পরিবারের আকুতি
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:২৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ৫২৪৪ বার পড়া হয়েছে
মো: রুবেল: চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের রাকিবুল হাসানের দুটো কিডনি বর্তমানে অকেজো হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মীরপুরে কিডনি হাসপাতাল ফাউন্ডেশনে ভর্তি রয়েছেন। রাকিবুল হাসানের পিতা একজন দরিদ্র কৃষক। তাহার পক্ষে ছেলের দুটো কিডনি প্রতিস্থাপন করা কোন ভাবে সম্ভব নয়। দরিদ্র পিতার আকুতি সরকার বা দেশের আর্থিক স্বচ্ছল যে কোন প্রতিষ্ঠান তার পুত্রের কিডনি প্রতি স্থাপনে সহযোগিতার আশ্বাস চাচ্ছেন। সহযোগিতা পাঠানোর জন্য আবুল কাশেম, সঞ্চয়ি হিসাব নং- ১৬৪২১০২০০২৯৮৮০, প্রাইম ব্যাংক, পল্লবী শাখা, মোবাইল- ০১৭২৬৮৭৩৫৯৮।
এ ব্যাপারে কিডনি ফাউন্ডেশান এর ডাঃ সাকিব উজ্জামান আরেফিন রাকিবুল হাসানের দুটো কিডনি অকেজোর ব্যাপারে নিশ্চিত করেছেন এবং দ্রæত কিডনি প্রতিস্থাপনের জন্য পরামর্শ দেন।
ট্যাগস :