নোয়াখালী -১ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর নাম ঘোষনা
- আপডেট সময় : ০৪:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
- / ৪১৩ বার পড়া হয়েছে
মোঃ রুবেল : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী- ১ (চাটখিল ও সোনাইমুড়ীর একাংশ নিয়ে গঠিত) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষনা করেছেন। সম্ভাব্য প্রার্থী হলেন এডভোকেট এ,কে,এম এরফান খান। তিনি ইসলামী আন্দেলন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোটের সিনিয়র আইনজীবি বলে জানিয়েছেন দলটির দ্বায়িত্বশীল ব্যক্তিরা।
এ উপলক্ষে চাটখিল পৌর সভাস্থ কুটুমঘর পটি সেন্টারে শনিবার বিকেলে তাদের দলের উদ্যোগে পরিচিতি সভার আয়োজন করা হয়। চাটখিল উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা খোরশেদ আলম তালহার সভাপতিত্বে সাধারন সম্পাদক মাওলানা সামছুল ইসলামের পরিচালনায় এই সভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট এ,কে,এম এরফান উদ্দিন। পরিচিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইলিয়াছ, সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা ফখরুল ইসলাম, ছাত্র আন্দোলনের সভাপতি, মাওলানা বেলায়েত হোসেন, হাছান আহমেদ, সাধারন সম্পাদক, দিদারুল ইসলাম প্রমূখ।