সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে চাটখিলে মানববন্ধন
- আপডেট সময় : ১২:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১১ বার পড়া হয়েছে
মো : রুবেল : দৈনিক মানবজমিনের জামালপুরের বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবীতে চাটখিলের সাংবাদিকরা মানববন্ধন করেছে। বুধবার দুপুর ১২ টার দিকে ঘন্টা ব্যাপী চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাবের সভাপতি শোয়েব হোসেন বুলু, সাবেক সভাপতি মোঃ দিদার উল আলম, চাটকিল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মামুন হোসেন, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আবু তৈয়ব, সাধারন সম্পাদক ফারুক ছিদ্দিকী ফরহাদ, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, শেখ ফরিদ, মীর আমান উল্ল্যাহ, মোঃ নাইম হোসেন, মোঃ নুর আলম, মোতালেব হোসেন, ইসমাইল হোসেন সজিব, জহিরুল ইসলাম পলাশ। মানববন্ধন ও সমাবেশে বক্তারা অবিলম্বে নাদিম হত্যা কারীদের ফাঁসি দাবী জানান।