চাটখিলে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান
- আপডেট সময় : ০৫:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৩২ বার পড়া হয়েছে
মো: রুবেল : চাটখিলে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী সভা মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত।
অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা খানম সাকি, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌরসভার মেয়র ভিপি নিজাম, নোয়াখালী-১ আসনে আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ ফারুক, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নাজমুল হুদা সাকিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, ইউপি চেয়ারম্যান এইচএম বাকী বিল্লা প্রমুখ।
উন্নয়ন মেলায় অংশগ্রহনকারী প্রত্যেক ইউপি চেয়ারম্যান ও সেবাদানকারী প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।