০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

এসএসসির ফল প্রকাশ ৬ মে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮
  • / ৪৩৮ বার পড়া হয়েছে

মোঃ রুবেল :

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৬ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিতভাবে এই সময় জানানো হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

নাহিদ বলেন, ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানানো হবে।এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছিলেন, আগামী ৬ মে ফল প্রকাশ করা হতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বপন কুমার সরকার জানান, আগামী ৩-৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন সরকারপ্রধান যেদিন সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ এবং ছাত্রী ১০ লাখ আট হাজার ৬৮৭ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এসএসসির ফল প্রকাশ ৬ মে

আপডেট সময় : ০৪:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮

মোঃ রুবেল :

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৬ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিতভাবে এই সময় জানানো হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

নাহিদ বলেন, ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানানো হবে।এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছিলেন, আগামী ৬ মে ফল প্রকাশ করা হতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বপন কুমার সরকার জানান, আগামী ৩-৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন সরকারপ্রধান যেদিন সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ এবং ছাত্রী ১০ লাখ আট হাজার ৬৮৭ জন।