২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ


নেপাল ট্রাজেডি – নোয়াখালীর ৩ জনের দাফন সম্পন্ন

মোঃ রুবেলঃ নেপালে ইউএস-বাংলা বিমান বিধ্বস্থের ঘটনায় নিহত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার একই পরিবারের তিন জনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতদের লাশ দাফন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কেশারখিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ভোর ৫টার দিকে নিহতদের মৃতদেহ গ্রামের বাড়ীতে এসে পৌঁছে। নিহতরা হলো, সোনাইমুড়ী উপজেলার কেশারখিল গ্রামের সাতানি ভ‚ঁইয়া বাড়ীর মৃত জহিরুল হকের  পুত্র রফিকুজ্জামান রিমু, রফিকুজ্জামানের স্ত্রী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)’এর সমন্বয়ক সানজিদা হক বিপাশা এবং তাদের ৭ বছর বয়সী একমাত্র পুত্র অনিরুদ্ধ।  জানাযায় সুশাসনের জন্য নাগরিক সুজন’এর সম্পাদক ডা. বদিউল আলম মজুমদার, স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করে। উল্লেখ্য,  নিহত রফিকুজ্জামান রিমু পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকার ধানমন্ডির কলাবাগানে বসবাস করতেন। রফিকুজ্জামান রিমু ও সানজিদা হক বিপাশা দু’জনই পড়াশোনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাথে। রিমু প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতেন। কর্মরত ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। আর সানজিদা সমন্বয়ক হিসেবে কাজ করতেন সুশাসনের জন্য নাগরিক-সুজন’এ।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares