মোঃ রুবেলঃ প্রেমের মরা জলে ডুবে না,প্রেম করেছেন লাইলী – মজনু,শিরি ফরহাদসহ বিভিন্ন যুগল।যুগে যুগে অসংখ্য কপত- কপতিরা প্রেম করে ইতিহাসে অমর হয়ে আছে।প্রেমের টানে অনেকেই ঘর ছেড়েছেন তেমনি ঘর ছেড়েছেন এক ব্রাজিলীয় কুমারী।সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের বাসিন্দা হাবিবের হাত ধরে নোয়াখালীর সুবর্ণচরে।এরই পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্রেমিক হাবিবের বাংলা এবং ইংরেজি দক্ষতা ছাড়াও আছে অল্পস্বল্প হিন্দী ও উর্দ্দু ভাষার ব্যবহার। তিনি ভিনদেশীদের সাথেই বেশী সময় কাটান বলে জানা যায়। আজ দুই বছর যাবৎ তিনি ব্রাজিলীয় এই নারীর সাথে চ্যাট আর কলের মাধ্যমে যোগাযোগ চালালেও তাদের প্রেমের সম্পর্ক বেশি দিনের নয়। অবশেষে ব্রাজিলীয় নারী হাবিবের প্রেমের টানে চলে আসেন বাংলাদেশের নোয়াখালী জেলার সুবর্ণচরে। এসেই অবাক করে দেন হাবিবের পরিবার, আত্মীয় স্বজন সহ সবাইকে। এরপরে গত ১৭ মার্চ মাইজদী তারা কোর্টম্যারেজ করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।সেখান থেকেই ব্রাজিল কন্যা ফিরবেন তার দেশে আর নেয়ার ব্যবস্থা করবেন সদ্যবিবাহিত স্বামীকে!অনেকে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছেন বিরূপ মন্তব্য। তথাপি তাদের দাম্পত্য জীবন সুখের হোক, এটাই কাম্য সুবর্ণচরবাসীর কাছে।