মোবাইলের বিস্ফোরণ রোধে করণীয়গুলো-
ভাল ব্রান্ডের মোবাইল ফোন ব্যবহার করুন। মোবাইল চার্জের জন্য সার্টিফায়েড চার্জার ব্যবহার করুন।
অনেকেই ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চার্জে দিয়ে রাখেন আর সকালে খোলেন। এ বিষয়টি বেশ বিপজ্জনক। অতিরিক্ত চার্জ দেয়া মোবাইলের জন্য ক্ষতিকর।
অনেকে সস্তা খোলা বাজারের পাওয়ার ব্যাংক ব্যবহার করেন। পাওয়ার ব্যাংক মোবাইলের ব্যাটারি নষ্ট করে দিতে পারে। ঘটাতে পারে বিস্ফোরণ।
দীর্ঘ সময় ধরে ফোনকে রোদে রাখলে ব্যাটারি ফেটে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। বিশেষ করে গ্রীষ্মপ্রধান দেশে রোদে মোবাইল ফেলে রাখা বিপজ্জনক।
এছাড়া মোবাইল ব্যবহার করতে করতে ব্যাটারী একটু ফুলে গেলে সঙ্গে সঙ্গে ব্যাটারী চেঞ্জ করা দরকার।