১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


পাসওয়ার্ড বদলানোর পরামর্শ টুইটারের

মো: রুবেল : নিজস্ব নেটওয়ার্কে একটি ত্রুটি ধরা পড়ার পর ৩৩ কোটি ব্যবহারকারীকে পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।

শুক্রবার বিবিসি অনলাইনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি এক টুইটে জানান, কোনো ইউজার যখন লগইন করার জন্য পাসওয়ার্ড দেন, টুইটারের কর্মীদের কাছ থেকে তা গোপন রাখার জন্য তা অন্য কোনো সংখ্যা বা হরফে বদলে ফেলা হয়, যাকে বলা হয় হ্যাশিং।

কিন্তু একটি ত্রুটির কারণে হ্যাশিং শেষ হওয়ার আগেই অবিকৃত অবস্থায় গ্রাহকের পাসওয়ার্ড টুইটারের অভ্যন্তরীণ একটি কম্পিউটার লগে জমা হচ্ছিল।

এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে টুইটার বলেছে, তারা ওই ত্রুটি ঠিক করে নিয়েছে এবং এ ঘটনায় কারও পাসওয়ার্ড বেহাত হয়নি। তবে অ্যাকাউন্টের সুরক্ষার জন্য ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তনের পাশাপাশি ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ অপশন চালু করে নিতে বলেছে টুইটার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই ত্রুটির কারণে ঠিক কতগুলো পাসওয়ার্ড ঝুঁকিতে পড়েছে তা টুইটার প্রকাশ করেনি। তবে এ সংখ্যা একেবারেই কম নয়। কারণ কয়েক মাস ধরে এ সমস্যাটা ছিল বলে তারা জানতে পেরেছে।

 

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares